প্রতিটি ইউনিয়নে একটি করে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র রয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এর আওতাধীন ও জেলার সিভিল সার্জনের অধীন পরিচালিত। এখানে শিশুসহ সকল জনগোষ্ঠীর মৃত্যুর হার ও রোগাক্রান্তের হার কমানো, গর্ভাবস্থা এবং প্রসব জনিত কারণে মাতৃ স্বাস্থ্য-এর ক্ষতি রোধের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী বা্ পদক্ষেপ বাস্তবায়িত হয়।
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র ছাগাইয়া ০৭নং ওয়ার্ডে অবস্থিত
সময়ঃ সকাল ০৮ ঘটিকা হইতে ০২.৩০ মিনিট পর্যন্ত বিনা মূল্যে প্রদেয় সেবা সমূহ
পরিবার পরিকল্পনা অস্থায়ী পদ্ধতিঃ
০১. খাবার বড়ি স্থায়ী পদ্ধতি (বিশেষ কার্যক্রম)
০২. ইনজেকশন ০১. টিউবেকটমি
০৩. আই, ইউ, ডি (কপারটি)
০২. ভ্যাসেকটমি/ ছুরিবিহীন অপারেশন (NSV)
০৪. কনডম
মা ও শিশু স্বাস্থ্য সেবা
০১. গর্ভকালীন প্রসব কালীন ও প্রসোবত্তর সেবা
০২. মাসিক নিয়মিত করন (এম,আর) সেবা
০৩. নবজাতক ও ৫ বছর বয়স পর্যন্ত শিশুদের সেবা
০৪. শিশুদের বিসিজি, বিপিটি, পলিও ও হামের টিকা
০৫. মহিলাদের ধনুষ্টাংকারের টিকা
০৬. কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ
০৭. শিশুদের মায়ের বুকের দুধ খাওয়ানোর জন্য পরামর্শ
০৮. মা ও শিশুদের পুষ্টি সম্পর্কিত পরামর্শ
০৯. স্বাস্থ্য, শিক্ষা প্রদান।
পরিবার পরিকল্পনা সেবা (বিনামূল্যে প্রদত্ত)
সরকার নির্ধারিত মূল্য প্রদান সাপেক্ষে প্রদত্ত পরিবার পরিকল্পনা সেবা
বাড়ি বাড়ি পরির্দশনের মাধ্যমে প্রদত্ত সেবা (পরিবার কল্যাণ সহকারী কর্তৃক)
বিনামূল্যে প্রদত্ত সেবা
সিএসবিএ কর্তৃক প্রদত্ত সেবা (বিনামূল্যে প্রদত্ত সেবা)
অন্যান্য সেবা
০১. প্রাথমিক স্বাস্থ সেবা
০২. জরুরী রুগীকে উচ্চতর সেবা কেন্দ্রে রেফার করা।
বিঃদ্রঃ- ঔষধ মজুদ থাকা সাপেক্ষে গরীব রোগী, মা ও শিশুদের বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়।
১. স্বাস্থ্য উপকেন্দ্রে আগত নারী-পুরুষ, বৃদ্ধ-যুব-শিশু সকলকে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
২. ডায়রিয়া রোগীদের জন্য ওআরএস সরবরাহ করা হয়।
৩. হাসপাতালে আগত প্রসূতি রোগীদের এন্টিনেটাল চেকআপসহ প্রয়োজনীয় উপদেশ দেয়া হয় এবং আয়রন ট্যাবলেট সরবরাহ করা হয়।
৪. জাতীয় যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ কার্যক্রমেরআওতায় যক্ষ্মা রোগীদের কফ্ পরীক্ষার জন্য কফ সংগ্রহ করা হয় এবং যক্ষ্মা ও কুষ্ঠ রোগীদের
বিনামূল্যে ঔষধ সরবরাহ করা করা হয়।
৫. শিশু ও মহিলাদের ইপিআই কার্যক্রমেরআওতায় প্রতিষেধক টিকা দেওয়া হয়।
৬. উপস্বাস্থ্য কেন্দ্রে আগত রোগীদের স্বাস্থ্য, পুষ্টি ও প্রজনন স্বাস্থ্য শিক্ষা দেওয়া হয়।
৭. উপস্বাস্থ্য কেন্দ্রে আগত কিশোর-কিশোরী ও সক্ষম দম্পতিদের মধ্যে প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যক্রমপরিচালনা করা হয়।
৮. প্রয়োজনে রোগীকে উপজেলা হাসপাতালে রেফার করা হয়।
৯. আগত রোগী ও তাদের আত্মীয়স্বজনগণ স্বাস্থ্যসেবা সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ ও উপদেশের জন্য সংশ্লিষ্ট চিকিৎসকগণের সাথে সহজেই
যোগাযোগ করতে পারেন।
১০. উপ-স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক নোটিশ বোর্ড সবার দৃষ্টি গোচর হয় এমন জায়গায় স্থাপিত আছে। নোটিশ বোর্ডে প্রয়োজনীয় তথ্য
লিপিবদ্ধ আছে।
১১. সরবরাহ সাপেক্ষে ঔষধসমূহ সেবাকেন্দ্র হতে বিনামূল্যে প্রদান করা হয়। তবে চিকিৎসার প্রয়োজনে কোন কোন ঔষধ কেন্দ্রের বাহির হতে
সেবা গ্রহিতাকেক্রয় করতে হতে পারে।
১২. বোর্ডে মজুদ ঔষধের তালিকা, প্রদানকৃত সেবাসমূহের তালিকা, সেবা প্রদানকারী চিকিৎসকের তালিকা টানানো আছে।
প্রতিটি ইউনিয়নে একটি করে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র রয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এর আওতাধীন ও জেলার সিভিল সার্জনের অধীন পরিচালিত। এখানে শিশুসহ সকল জনগোষ্ঠীর মৃত্যুর হার ও রোগাক্রান্তের হার কমানো, গর্ভাবস্থা এবং প্রসব জনিত কারণে মাতৃ স্বাস্থ্য-এর ক্ষতি রোধের লক্ষ্যে যেসকল কাজগুলো বা কর্মসূচীগুলো বাস্তবায়িত হয় সে গুলোর মুখ্য উদ্দেশ্য হলঃ
এলাকাতে প্রকোপ আছে এরূপ সকল সংক্রামক রোগ যেমন ডাইরিয়া, যক্ষ্মা, এইডস, এআরআই, সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু, কালাজ্বর ইত্যাদি নিয়ন্ত্রণের জন্য স্বতন্ত্র নীতিমালা অনুসরণকরে পুরো বছর নিদিষ্ট এবং স্বতন্ত্র কার্যাদি সম্পন্ন করা হয়। এর মধ্যে উল্লেখ্য ম্যালেরিয়া নিয়ন্ত্রণের জন্যে জনগণকে কীটনাশকে চুবানো মশারী দেয়া হয় এবং জনগণের মশারি কীটনাশকে চুবিয়ে দেয়া হয়। পোলিও নির্মূলের জন্য প্রতি বছর ১ বার দুই রাউন্ড সকল ০-৫৯ মাসের শিশুকে পোলিও টিকা খাওয়ানো হয়। এরূপ সকল সংক্রামক রোগ গুলোর জন্য ভিন্ন ভিন্ন কর্মসূচী সম্পন্ন করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে।
শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টি জনিত অন্ধত্ব রোধের জন্য ৯-৫৯ মাসের সকল শিশুকে ভিটামিন-এ খাওয়ানো হয়। ইহা ছাড়াও অভ্যাস পরিবর্তনের মাধ্যমে ভালো থাকার জন্য নিয়মতান্ত্রিকভাবে স্বাস্থ্য শিক্ষা দেয়া হয়।
(১) মাঠ পর্যায়ে মাতৃ মৃত্যু হার হ্রাস কল্পে গর্ভবতী মায়েদের মধ্যে ট্যাবলেট মিসোপ্রোস্টোল বিতরণ করা হচ্ছে ।
(২) প্রত্যেক উপজেলায় ০১ টি মান উন্নীত ইউনিয়ন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪ ঘন্টা ডেলিভারী সেবা দেয়া হচ্ছে ।
পত্র যোগাযোগের ঠিকানাঃ আগানগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র
আগানগর, ভৈরব, কিশোরগঞ্জ।
পথ নির্দেশঃ ভৈরব দূর্জয়মোড় হতে উত্তর পূর্ব দিকে আনুমানিক ৬ কিলোমিটার
রিক্সা/অটোরিক্সা/সি.এন.জি এর মাধ্যমে আসা যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস