Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়নপরিষদের কার্যাবলী

পরিষদের কার্যাবলী স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৪৭ ধারা অনুযায়ী )

(ক) জনপ্রশাসন ও সংস্থাপন বিষয়াদি

(খ) জনশৃংখলা রক্ষা

(গ) জনকল্যানমূলক কার্য সম্পর্কিত সেবা এবং

(ঘ) স্থানীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সর্ম্পকিত পরিকল্পনা প্রনয়ণ ও বাস্তবায়ন।

১। পাছশালা পরিকল্পনা প্রণয়ন।

২। পল্লী অবকাঠামো উন্নয়ন, সংরক্ষন ও রক্ষনাবেক্ষন।

৩। শিক্ষা এবং প্রাথমিক ও গনশিক্ষা সর্ম্পিকত কার্য্যক্রম বাস্তবায়ন।

৪। স্বাথ্য ও পরিবার পরিকল্পনা সম্পর্কিত কার্যক্রম বাস্তবায়ন।

৫। কৃষি, মতস্য ও প্রানী সম্পদ ও অন্যান্য অর্থনৈতিক উন্নয়েন প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন।

৬। মহামারি নিয়ন্ত্রন ও দূর্যোগ ব্যাবস্থাপনায় প্রয়োজনীয় কার্য্যক্রম গ্রহন।

৭। কর,ফি,টুল,ফিস ইত্যাদি ধার্য্যকরন ও আদায়।

৮। পারিবারিক বিরুধ নিরুসন, নারী ও শিশুকল্যান সম্পর্কিত প্রয়োজনীয় কার্যক্রম সম্পাদন।

৯। খেলাদুলা,সামাজিক উন্নতি ও সংস্কৃতি ইত্যাদি কার্য্যক্রমে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন ও সহযোগীতা প্রদান।

১০। পরিবেশ উন্নয়ন ও সংরক্ষনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন।

১১। আইন শৃঙ্গলা রক্ষায় সরকারের অর্পিত দ্বায়িত্ব পালন ও প্রয়োজনীয় কার্য্যক্রম গ্রহন।

১২। জন্ম মৃত্যু নিবন্ধি করন।

১৩। সরকারী স্থান উন্মুক্ত জায়গা, উদ্যান ও খেলার মাঠের হেফাজত করন।

১৪। ইউনিয়ন পরিষদের রাস্তায় সরকারী স্থানে বাতি জ্বালানো।

১৫। বৃক্ষ রুপন ও সংরক্ষন এবং বৃক্ষ সম্পদ চুরী ও ধ্বংস প্রতিরুদ।

১৬। কবরস্থান,সশ্বান,জনসাধারনের সভার স্থান ও অন্যান্য সরকারী সম্পত্তি রক্ষনাবেক্ষন ও পরিচালনা।

১৭। জনপত,রাজপত ও সরকারী স্থানে অনিধীকার প্রবেশ রোধ এবং এসব স্থানে উতপাত ও এর কারন বন্ধ করন।

১৮। জনপত ও রাজপতের ক্ষতি,বিনষ্ট বা ধ্বংস প্রতিরুধ করা।

১৯। গুবর ও রাস্তার আবর্জনা সংগ্রহ অপসারন ব্যবস্থাপনা নিশ্চিত করা।

২০। অপরাধ ও বিপদজনক ব্যবসা নিয়ন্ত্রন।

২১। মৃত পশুর দেহ অপসারন ও নিয়ন্ত্রন এবং পশু জবাই নিয়ন্দ্রন।

২২। ইউনিয়নের নতুন বাড়ী দালান নির্মাণ ও পু:ন নির্মাণ এবং বিপদজনক দালান নিয়ন্ত্রন।

২৩। কুয়া,পানি তোলার কল,জলাধার,পুকুর এবং পানি সরবরাহের অন্যান্য উতসের ব্যবস্থাপনা ও সংরক্ষন।

২৪। খাবার পানির উতসের দূষন রুদ এবং জনস্বাস্থের জন্য ক্ষতিকর সন্দেহ যুক্ত কুপ,পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানের পানির ব্যবহার নিষিদ্ধ করন।

২৫। খাবার পানির জন্য সংরক্ষিত কুপ,পুকুর বা পানি সরবরাহের অন্যন্য স্থানে বা নিকটবর্তী স্থানে গোসল কাপড় কাচা বা পশু গোসল করানো নিষিদ্ধ বা নিয়ন্ত্রন করা।

২৬। পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানে বা নিকটবর্তি স্থানে শন,পাট বা অন্যান্য গাছ ব্রিজানো নিষিদ্ধ বা নিয়ন্ত্রন করা।

২৭। আবাসিক এলাকার মধ্যে চামড়া রং করা বা পাকা করা নিষিদ্ধ বা নিয়ন্ত্রন করা।

২৮। আবাসিক এলাকার মাটি খনন করিয়া পাথর বা অন্যান্য বস্থু উত্তোলন নিষিদ্ধ বা নিয়ন্ত্রন করা।

২৯। আবাসিক এলাকায় ইট মাটির পাত্র বা অন্যান্য ভাটি নির্মান নিষিদ্ধ বা নিয়ন্ত্রন করা।

৩০। অগ্নি বন্যা শিলা বৃষ্টি সহ ঝড় ভুমিকম্প বা অন্যান্য প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় ততপরতা গ্রহন ও সরকারকে সার্বক্ষনিক সহায়তা করা।

৩১। বিদভা,এতিম,গরিব ও দুস্থ ব্যক্তিদের তালিকা সংরক্ষন ও সাহায্য করা।

৩২। সমবায় আন্দোলন ও গ্রামিন শিল্পের উন্নয়ন ও উতসাহ প্রদান।

৩৩। বাড়তি খাদ্যের উতপাদনের ব্যবস্থা গ্রহন।

৩৪। গবাদি পশুর খোয়াড় নিয়ন্ত্রন ও সংরক্ষনের ব্যবস্থা করা।

৩৫। প্রাথমিক চিকিতসা কেন্দ্রের ব্যবস্থা করা।

৩৬। ইউনিয়ন বাসিন্দাদের নিরাপত্তা, আরাম আয়েশ বা সুযোগ সুবিদার জন্য প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা গ্রহন।

৩৭। ই-গর্ভন্যান্স চালু ও উতসাহিত করন।

৩৮। ইউনিয়ন পরিষদের মত একই রকম কাজে নিয়োজিত অন্যান্য সংস্থার সাথে সহযোগিতা সম্প্রসারন।

৩৯। সরকার কর্তৃক সময়ে সময়ে আরোপিত দ্বায়িত্বা বলি পালন।